• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

মিমির কাছে ক্ষমা চাইলেন রাজ চক্রবর্তী


প্রকাশের সময় : মে ৫, ২০২২, ৩:৩৮ PM / ৬৬
মিমির কাছে ক্ষমা চাইলেন রাজ চক্রবর্তী

 

বিনোদন ডেস্ক : সবে শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৫ এপ্রিল দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ২৭তম এ উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন টলিগঞ্জের একঝাঁক তারকা। কিন্তু কোথাও দেখা মেলেনি টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তীর।

মিমি চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। তাই তিনি যাননি।

মিমি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সব কিছুতে সমান নজর রাখা সম্ভব নয়। যাঁদের দিদি চলচ্চিত্র উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য।’

মিমির এই ক্ষোভের উত্তর দিলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। আনন্দবাজার অনলাইনকে রাজ বলেছেন, ‘এই উৎসব সকলের। কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। অভিনেত্রী-সাংসদকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্ণা রায় নিজে ফোন করেছিলেন।

অভিনেত্রী জানান, উনি ব্যস্ত। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও তার কাছে ফোন যায়। তা হলে উনি অপমানিত কোথায় হলেন?’

এদিকে মিমি অভিযোগ করেন, ‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’

তর্কে না গিয়ে রাজ জানান, ১৫ দিনের মাথায় চলচ্চিত্র উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ রকম একটি বৃহৎ উৎসব আয়োজনের জন্য ১৫ দিন নেহায়েতই কম বলে দাবি তার। এই অবস্থায় ১০ দিন আগে থেকে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো সত্যিই সম্ভব হয়নি।

এমনকি সব আমন্ত্রণপত্র গিয়েছে দিন দুয়েক আগে। সেই প্রেক্ষিতে রাজ বললেন, ‘এই পরিস্থিতিতে অভিনেত্রীর যদি উদ্যোক্তাদের কোনো আচরণে খারাপ লেগে থাকে, তা হলে আয়োজকদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।’