• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

মাহে রমজান : রহমতের ৬ষ্ঠ দিবস, হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ন খূঁটি


প্রকাশের সময় : মে ১১, ২০১৯, ১০:০২ PM / ২৯
মাহে রমজান : রহমতের ৬ষ্ঠ দিবস, হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ন খূঁটি

মুন্নি আলম মনি : ১২ মে (রোববার) মাহে রমজানের ৬ষ্ঠ রোজা এবং রহমতের ৬ষ্ঠ দিন। আজ সেহরীর শেষ সময় ৩ টা ৪৯মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় ৬টা ৩৬মিনিটে। আজ আমরা আলোচনা করবো,পবিত্র হজ্ব সম্পর্কে। হজ¦ শব্দের অর্থ হচ্ছে – ইচ্ছা করা, সংকল্প করা, কোনো সম্মানিত স্থান দর্শনের সংকল্প করা। আল্লাহপাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়েমে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ্ব বলে। নির্দিষ্ট সময় বলতে ৮জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত সময়েকে বোঝায়। বিশেষ অবস্থা বলতে ইহরামের অবস্থাকে বোঝায়। নির্দিষ্ট স্থান বলতে কাবা শরিফ (সাফা-মারওয়াসহ) এবং তার আশপাশের আরাফাত মিনা, মুজদালিফা প্রভৃতি স্থানকে বোঝায়।নির্দিষ্ট অনুষ্ঠান বলতে ইহরাম, তওয়াফ, সাঈ,ওকুফ (অবস্থায়) কুরবানি প্রভৃতি হজ্ব এর নির্ধারিত অনুষ্ঠানগুলোকে বোঝায়।

হজ্বের গুরুত্ব ও তাৎপর্য ঃ ইসলামের পাঁচটি স্ত¤ের মধ্যে একটি হলো হজ্ব। হজ্ব একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ প্রাপ্ত বয়স্ক, বুদ্ধিমান, ও সামার্থ্যবান মুসলিম নর-নারীর ওপর জীবনে একবার হজ্ব করা ফরজ। এরপর যতবার হজ্ব করবে, তা হবে নফল। নফল হজ্বেও অনেক সওয়াব । হজ্ব সম্পর্কে আল্লাহপাক বলেন,“ আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরিফের হজ্ব পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য; যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে”(সূরা আলে ইমরান-৯৭)। যে সব লোক বায়তুল্লাহ পর্যন্ত যাতায়তের দৈহিক ক্ষমতা রাখে এবং খরচ বহন করতে সক্ষম তাদের ওপর হজ্ঝ ফরজ। মহিলা হাজী হলে একজন পুরুষ সফর সক্সিগ থাকতে হবে এবং সফর সংঙ্গির ব্যয় নির্বাহে সক্ষম হতে হবে। মহিলা হাজীর সফর সঙ্গি হবেন স্বামী,অথবা এমন আত্মীয়,যার সাথে বিবাহ সর্ম্পক হারাম। যেমন- পিতা, ছেলে, ভাই, চাচা, মামা ইত্যাদি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০৪পিএম/১১/৫/২০১৯ইং)