• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

মাহে রমজান : রহমতের ২য় দিবস, তারাবিহ সালাত আদায় করা সুন্নত


প্রকাশের সময় : মে ৭, ২০১৯, ৭:০০ PM / ৩৪
মাহে রমজান : রহমতের ২য় দিবস, তারাবিহ সালাত আদায় করা সুন্নত

এ.আর.কুতুবে আলম : ৮ মে (বুধবার)মাহে রমজানের ২য় দিন এবং রহমতের ২য় দিবস। আজ সাহরীর শেষ সময় ৩টা ৫১মিনিট পর্যন্ত । ইফতারের সময় ৬টা৩৪মিনিট। আজ আমরা তারাবিহ সালাতের সম্পর্কে আলোচনা করবো। রমজানে ইশার সালাত আদায়ের পর তারাবিহ সালাত আদায়ে করতে হয়। তারাবিহ সালাত বিশ রাকাত। এ সালাত আদায় করা সুন্নত। রাসূল (স:)বলেছেন,‘‘যে ব্যক্তি রমজান মাসে তারাবিহ সালাত আদায় করে, তার অতীতের গুনা মাফ হয়ে যায়।’’আমরা যথাযথভাবে রমজানের সাওম পালন করবো। নিয়মিত তারাবিহ আদায় করব। সাওম ভঙ্গ হয়, নষ্ট হয় এমন কোনো কাজ করবোনা। মিথ্যা কথা বলব না। পরনিন্দা ও পাপাচারে লিপ্ত হবনা। ৩০ রোজার ৩০দিনই তারাবিহ সালাত পড়তে হয়। প্রত্যেক মুসলমান ভাই বোনদের এই সালাত আদায় করা সুন্নত। আমরা সবাই প্রতিদিন তারাবিহ সালাত আদায় করবো এবং সবাইকে এশার সালাত শেষে তারাবিহ সালাত আদায় করার জন্য বলবো।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:০১পিএম/৭/৫/২০১৯ইং)