• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন ১৩ জানুয়ারি পর্যন্ত


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২০, ১১:১১ AM / ২৯
মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন ১৩ জানুয়ারি পর্যন্ত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি জন্য রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি)। ১৩ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ সাতদিন এ ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ভর্তি কার্যক্রম মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষবর্ষের এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এবং ২য় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিশ্চয়ন করেছেন তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও বলা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৯এএম/৭/১/২০২০ইং)