• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

মালিতে নিহত জামালের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৮, ৭:২৬ PM / ৭০
মালিতে নিহত জামালের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঢাকারনিউজ২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ : বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জামাল উদ্দিনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমিহায়াতপুর ঘাইসাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মালির মোপ্তি এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হন জামালসহ চার শান্তিরক্ষী।

এ ঘটনার ১৫ দিন পর শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নিহত জামালের লাশ চাঁপাইনবাবগঞ্জে নতুন স্টেডিয়ামে আনা হয়।

এরপর সেনাবাহিনীর গাড়িতে করে ঘাইসাপাড়ায় পৌঁছে জামালের লাশ। দুপুরে লাশবাহী গাড়িটি বাড়ির সামনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হয়।

কফিন জড়িয়ে জামালের বাবা মেসের আলী, মা ফেরদৌসী বেগম, স্ত্রী ফাহিমা আখতার শিল্পী ও সাড়ে ৫ বছরের সন্তান ইমরান আল রিহাদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

এসময় লাশের সঙ্গে আসা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি জামালের বাবা ও মাকে সান্ত্বনা দেন।

বিকেল ৩ টায় জানাজা শেষে তার লাশ ধুমিহায়াতপুর ঘাইসাপাড়া গোরস্থানে দাফন করা হয়।

এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বিউগলে বেজে উঠে করুন সুর।

পরে জামালের কফিনে মোড়ানো জাতিসংঘ ও বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা তার বাবা মেসের আলীর কাছে হস্তান্তর করেন সেনা কর্মকর্তারা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২৫পিএম/১৬/৩/২০১৮ইং)