• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

মানুষকে কাছে আনে অভিনয়


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০১৭, ১০:৫৪ AM / ৩৬
মানুষকে কাছে আনে অভিনয়

ঢাকারনিউজ২৪.কম:

‘অভিনয় মানুষকে কাছে আনে, সমাজের কল্যাণ বয়ে আনে’ বলে মন্তব্য করেছেন বরেণ্য নাট্যজন ও মঞ্চজননী ফেরদৌসী মজুমদার।

সন্ধ্যায় রাজধানীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৬ দিনব্যাপী ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফেরদৌসী বলেন, ‘অভিনয় মানুষকে কাছে আনে, চরিত্রের ভেতরে নিয়ে যায়, যা সমাজের কল্যাণ বয়ে আনে।’

আনন্দ খালেদের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্য অভিনেতা আমিরুল হক চৌধুরী ও বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম।

আমিরুল হক বলেন, ‘নাট্যঙ্গণে অনেক সমস্যা আছে। সেগুলোকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য একটি গবেষণা সেল করা দরকার। যার মাধ্যমে ত্রুটি-বিচ্যুতিগুলোর অবসান হবে।’

মোর্শেদুল ইসলাম বলেন, ‘ধারাবাহিক নাটক ফরমায়েশি কাজ। যেখানে কাহিনিকে টেনে লম্বা করতে হয়। তবে এটা খারাপ নয়। এখানেও মেধার স্বাক্ষর রাখতে হয়। তবে একথা অস্বীকার করার জো নেই যে, অনেক এক পর্বের নাটক মানের দিক দিয়ে চলচ্চিত্রকেও ছাপিয়ে যায়।’

চারুনীড়ম পরিচালক গাজী রাকায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কচি খন্দকার, আহসান হাবিব নাসিম, পঙ্কজ পালিত, সৈয়দ গাউসুল আলম শাওন প্রমুখ বক্তব্য দেন।

‘এক ঘণ্টার কাহিনিচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬ টায় শুরু হবে।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০:৫৫এএম/১৯//২০১৭ইং)