• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

মাগফিরাতের ৭ম দিবস : সালাত আদায় করলে আল্লাহপাকের পাঁচটি পুরস্কার


প্রকাশের সময় : মে ২২, ২০১৯, ১১:২৫ PM / ৩১
মাগফিরাতের ৭ম দিবস : সালাত আদায় করলে আল্লাহপাকের পাঁচটি পুরস্কার

 

মুন্নি আলম মনি : ২৩ মে (বৃহস্পতিবার) মাহে রমজানের ১৭ রোজা এবং মাগফিরাতের ৭ম দিবস। সেহরীর শেষ সময় রাত ৩টা ৪৩ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আজও সালাত সম্পর্কে আলোচনা করবো।

সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপহয়ে যায়। রাসূল (স) একদিন সাহাবীদের বলেন,“ তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে ,আর কোনো ব্যক্তি ঐ নদীতে দৈনিক পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবিরা বললেন, না। কোনো ময়লা থাকতে পারেনা। তখন রাসূল(স) বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে তার আর কোনো গুনাহ থাকতে পারে না”-(বুখারি ও মুসলিম)। মহানবী আরো বলেন, কোনো বান্দা জামাআতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাঁকে পাঁচটি পুরস্কার দিবেন।
১.তার জীবিকার অভাব দূর করবেন। ২. কবরের আজাব থেকে মুক্তি দিবেন। ৩. হাশরে আমলনামা ডান হাতে দিবেন। ৪.পুলসিরাত বিজরীর মতো দ্রুত পার করবেন। ৫.তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:২৩পিএম/২২/৫/২০১৯ইং)