• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

মাগফিরাতের ৬ষ্ঠ দিবস : ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত


প্রকাশের সময় : মে ২১, ২০১৯, ১১:১২ PM / ৩৪
মাগফিরাতের ৬ষ্ঠ দিবস : ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত

মুন্নি আলম মনি : আজ ২২ মে (বুধবার) মাহে রমজানের ১৬ রোজা এবং মাগফিরাতের ৬ষ্ঠ দিবস। আজ সেহরীর শেষ সময় রাত ৩টা ৪৪ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। আজ সালাত (নামাজ) সম্পর্কে আলোচনা করবো।

আল্লাপাক আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত মানে আনুগত্য করা।আল্লাহপাকের নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা রয়েছে তার মধ্রে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়। সালাত শব্দের অর্থ-নত হওয়া, নিয়-বিন¤্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া।
ইসলামের পরিভাষায় আহকাম, আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বা নামাজ বলে। ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত। রুকন মানে-খূঁটি বা স্তম্ভ ।
পাঁচটি রুকন হলো: ১.ইমান,২.সালাত,৩.যাকাত,৪.হজ্ব, এবং ৫. সাওম।ইমানের পরেই সালাত বা নামাজের স্থান । সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত । রাসূল(স) বলেন, “সালাত দীন ইসলামের খূটি” (বায়হাকী)। দিনরাত পাঁচ ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহপাকের খথা স্মরণ করে দেয়¦ান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা জোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাতের মাধ্যমে মানূষ নিষ্পাপ হয়ে যায়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১৩পিএম/২১/৫/২০১৯ইং)