• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

ভুতুরে বিলে বিদ্যুৎমন্ত্রীর দায় আছে : মোমিন মেহেদী


প্রকাশের সময় : জুন ২৯, ২০২০, ১১:০২ PM / ৭৫
ভুতুরে বিলে বিদ্যুৎমন্ত্রীর দায় আছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক : নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভুতুরে বিলে বিদ্যুৎমন্ত্রীর দায় আছে, আর এমন দায়বদ্ধতার কারণে তাকে মন্ত্রীত্ব থেকে অপসারণ করা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তিনি এমন অথর্ব ব্যক্তিদেরকে মন্ত্রীত্বে বসিয়েছেন যে, জাতির চরম ক্রান্তিলগ্নে এরা জনগনের কথা না ভেবে বিদ্যুতের দাম বৃদ্ধি করছে-ভুতুরে বিল বন্ধের জন্য পদক্ষেপ না নিয়ে উল্টো বিল না দিলে লাইন কেটে দেয়ার ঘোষণা দিচ্ছেন। নির্মম মহামারি করোনা পরিস্থিতিতে জনগনের কথা না ভাবলে তার পরিণতি ভালো হবে না। জনগন এই সব মন্ত্রীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা দিলিপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা পরিস্থিতিতে জনগনের জন্য করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ২৯ জুন বিকেল ৩ টায় অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভঅইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা এ্যাড. নূরনবী পাটোয়ারী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৫৮পিএম/২৯/৬/২০২০ইং)