• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা উচিত : মির্জা ফখরুল


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০১৮, ১২:২৮ AM / ৩৮
ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা উচিত : মির্জা ফখরুল

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা যারা রাজনীতি করি তাদের উচিত ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় কিছু করা। আমরা রাজনীতিবিদরা একে অন্যকে বিশ্বাস করিনা।দেশে ব্যবসা সমিতি থেকে শুরু করে সব ধরণের নির্বাচনে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।কিন্তু আমাদের দুর্ভাগ্য জাতীয় জীবনে আমরা এখন পর্যন্ত নির্বাচনের জন্য সুষ্ঠ ব্যবস্থা তৈরি করতে পারিনি।নির্বাচন আসলেই টেনশন,গোলমাল,মারামারি,হত্যা,হামলা পাল্টা হামলা শুরু হয়।যেগুলোর কোন দরকার নেই।আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠ ধারার নির্বাচনের দিকে এগুচ্ছিলাম।সবার মনে রাখা উচিত ক্ষমতা চিরস্থায়ী নয়।মানব সভ্যতার ইতিহাস তাই বলে।যারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাদের ফল ভালো হয়নি।
রবিবার(২৩ডিসেম্বর) রাতে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ঠাকুরগাঁও জেলা ব্যাবসায়ী কল্যাণ সোসাইটির এক মত বিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি আমাদের দল ক্ষমতায় আসলে ব্যবসায়ী বান্ধব হবে।মুক্ত বাজার অর্থনীতি আমাদের সময়ই শুরু।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম মুক্ত বাজার অর্থনীতি চালু করেন এবং বেসরকারি খাতকে সামনে এগিয়ে নিয়ে আসেন।এসময় তিনি বলেন,আপনাদের দোয়ায়,ঠাকুরগাঁও বাসির দোয়ায় আমি একটা জায়গায় গিয়েছি।আপনাদের দেওয়া সকল দায়িত্ব পালনের চেষ্টা করছি।আমরা যদি কখনো সুযোগ পাই,এই অঞ্চলে কৃষি ভিত্তিক কিছু করার চেষ্টা করবো।

এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আখানগর,জামালপুর,ঠাকুরগাঁও রোড এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা ও পথ সভায় অংশ নেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩০এএম/২৪/১২/২০১৮ইং)