• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

ভবনের ভিতর দিয়েই চলেছে রেলগাড়ি! (ভিডিও)


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০১৭, ১০:৩৭ AM / ৪৭
ভবনের ভিতর দিয়েই চলেছে রেলগাড়ি! (ভিডিও)

ঢাকারনিউজ২৪.কম রিয়াল এস্টেট ব্যবসার মূলমন্ত্রই হলো বাসিন্দাদের হাতের নাগালে সমস্ত নাগরিক পরিষেবাকে পৌঁছে দেওয়া৷ তা সে ট্রেন-মেট্রোই হোক বা বাস-ট্যাক্সি৷ কিন্তু এমন কোনো বাড়ি বা বহুতল দেখেছেন কখনও, যার ভিতর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে মেট্রো রেল?

চিনের চংকিং প্রদেশের এমনই এক আজব বহুতলের কথা জানা গেছে যার ভিতর দিয়ে দিব্যি মেট্রোরেল যাতায়াত করে৷ শুধু যাতায়াতই করে না, দাঁড়িয়েও পড়ে৷ কারণ, ওই বহুতলের ভিতরেই রয়েছে স্টেশন৷

চংকিং প্রদেশের ওই বহুতল ভবনের মধ্যে দিয়ে এভাবেই নিত্য যাতায়াত করে ‘লাইট রেল প্যাসেঞ্জার ট্রেন’, সাধারণভাবে একে মনো রেলও বলা চলে৷ একটি লাইনের উপর দিয়ে যাতায়াত করে এই ট্রেন৷ ১৯ তলার ওই বহুতলে একটি স্টেশনও রয়েছে, ট্রেনটি সেখানে দাঁড়ায় কিছুক্ষণ৷

চিনের এ এলাকায় জনবসতির ঘনত্ব খুব বেশি৷ এ মেট্রোপলিটনে ৫ কোটি মানুষের বাস৷ তাই স্থাপত্যবিদরা এভাবেই মাউন্টেন সিটির একটি বহুতল বভনের ভিতর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন৷

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০.৩৬এএম/২৬//২০১৭ইং)