• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

ব্রাজিলে নৌকা ডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৭, ২:০৯ PM / ২৪
ব্রাজিলে নৌকা ডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু

 

ঢাকারনিউজ২৪.কম, সাও পাওলো : ব্রাজিলের উত্তরাঞ্চলে নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

রাতে আমাজন অববাহিকায় একটি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়। বুধবার স্থানীয় সরকার একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, উদ্ধার কর্মীরা উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের জিনগু নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে পৌঁছেছে।

জিওয়ান নিউজ সাইটের খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা নাগাদ মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পন্তা নেগ্রার কাছে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ নৌকা ডুবির কারণ জানা যায়নি। তবে সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলোর খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

পারা দমকল সার্ভিসের কর্নেল অগাস্তো লিমা ফোলহাকে বলেন, সেখানে পানির উপরে এবং নীচে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্গম এলাকায় উদ্ধার কাজে আমরা তিনটি বিমান পাঠিয়েছি।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৮পিএম/২৪/৮/২০১৭ইং)