• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

বৈশাখ ছিল সেই ছেলেবেলা…


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৮, ২:৫৫ PM / ৬১
বৈশাখ ছিল সেই ছেলেবেলা…

সোনিয়া দেওয়ান প্রীতি : বৈশাখ ছিল জীবনে সেই ছেলেবেলা। এরপর আর সেই আনন্দ খুঁজে পাইনি। মধ্যআয়ের ব্যবসায়ী বাবার আদুরে সন্তান হিসেবে কত মজা করেছি। বৈশাখ মানেই মিষ্টির বন্যা বয়ে যেতো বাড়িতে। নতুন জামা-জুতো পড়ে নারায়ণগঞ্জের মিনাবাজারে আব্বুর প্রিন্টিং প্রেসে সকাল সকাল চলে যেতাম ভাই-বোনেরা সবাই। সেখানে হালখাতা এবং প্রথম মিলাদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আশপাশে ব্যবসায়ীরাও আসত মিলাদে অংশ নিতে। তবে আশপাশের ব্যবসায়ীদের প্রায় সবাই হিন্দু ধর্মাবলম্বী হওয়াতে তাদের হালখাতার অনুষ্ঠান হতো পরের দিন। সেই হিসেবে আমরা ২দিনই অাব্বুর প্রেসে যেতাম। খুব মজা করতাম। নিমকি, মিষ্টি, দই খেতে খেতে পেট ভরে যেতো। খুব আদর করত সবাই আমাদের। বাসায় ফেরার সময় আমাদের প্রেসের এবং আশপাশের সব প্রতিষ্ঠান থেকে গাড়ি ভর্তি মিষ্টির বাক্স দিয়ে দিত বাসার জন্য। বাসায় ফিরে পোলাও-মাংস, পিঠা, এটা সেটা খাওয়া। ২জন লোক ঠিক করা হতো, যারা আমাদের সকল আত্মীয়দের বাড়ি বাড়ি যেয়ে বাক্সভর্তি মিষ্টি দিয়ে আসবে। সারাদিন চলত এভাবেই। এরপর বিকেলে বাসার মিলাদ। বাসা ভর্তি আত্মীয়-প্রতিবেশীদের সরব উপস্থিতি। কত মজার ছিল সেই দিনগুলি। খুব তো বেশি দিন আগের কথা নয়। এইতো, ৯০ এর দশকের স্মৃতিকথা।

সকাল থেকে অফিসে আছি। পহেলা বৈশাখের বিশেষ এই দিনে ঠিক কতটা একাকিত্ব ফিল করছি তা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ বাঁচিয়েছে টিস্যু পেপার অন্তত সামনে আছে।

 

 

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৫০পিএম/১৪/৪/২০১৮ইং)