• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

‘বেগমজান’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে না


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৭, ৮:০২ AM / ৩৫
‘বেগমজান’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে না

ঢাকারনিউজ২৪.কম:

ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে না সৃজিত মুখার্জি পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত আলোচিত বলিউড ছবি ‘বেগমজান’।

বিষয়টি নিশ্চিত করে মহেশ ভাট বলেন, “আমি আমার পরিবেশকদের আগেই বলেছিলাম পাকিস্তানে ‘বেগমজান’ প্রদর্শনের অনুমতি পাওয়া যাবে না। এমনকি আমি পাকিস্তানের সেন্সর বোর্ডের প্রধান কর্মকর্তাকে ছবিটি দেখে তারপর কোনো সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলাম। কেননা আমি তাদের ছবিটির বিষয়বস্তু দেখানোর চেষ্টা করেছি। তবে দুঃখজনকভাবে আমাকে বলতে হচ্ছে, আমি ব্যর্থ হয়েছি।’

দুঃখ প্রকাশ করে ‘আশিকি টু’খ্যাত এই প্রযোজক আরও জানান, ‘শুধু মার্কেট পাওয়ার জন্য আমি ছবিটি পাকিস্তানে মুক্তি দিতে চাইনি। কিন্তু পাকিস্তানের সেন্সর বোর্ড যখন ছবিটি প্রদর্শনের অস্বীকৃত জানালো তখন ঘনিষ্ঠ মহলে আমাকে নিয়ে অনেক উপহাস করা হয়েছে। যা আমার জন্য খুবই কষ্টের।’

১৪ এপ্রিল মুক্তি পাবে ‘বেগমজান’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। পাশাপাশি আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, পল্লবী শারদা ও রাজেশ শর্মা।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.০০এএম/১৫//২০১৭ইং)