• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

বুবলীকে বহিষ্কারের দাবি ২ নায়িকার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০১৭, ৮:০৬ PM / ৩৫
বুবলীকে বহিষ্কারের দাবি ২ নায়িকার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কাউকে নাম উল্লেখ না করে ইচ্ছামতো মনের ঝাল মিটিয়েছেন হালের আলোচনায় থাকা চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি মনের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা উল্লেখ না থাকলেও অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে যে লেখা সেটা অনেকেই অনুমান করছেন। আর এই পোস্টের জেরেই বুবলীর বহিষ্কার দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা রোমানা নীড় ও বিপাশা কবির।

বুবলীর স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে রোমানা নীড় ব্যঙ্গ করে লিখেছেন, `ওরে আমার শিক্ষিত আফা রে। চোরের মায়ের আবার বড় গলা। আফা আপনার ব্যবহার দেখে বুঝতে পারছি আপনি কোন ফ্যামিলির মেয়ে।`

এর নিচেই অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘আপা একাই শিক্ষিত আমরা কিছু না। এই আপার মতো শিক্ষিত হওয়ার শখ নাই। এত বড় আর্টিস্টকে তুই বলতে পারে যে, সে আবার কেমন শিক্ষিত। উনি হলো বড় মূর্খ।`

তিনি শিল্পী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, `এইবার শিল্পী সমিতি কোথায়, এতবড় একজন আর্টিস্টকে অপমান করে কথা বলে, তাঁরা কোনো পদক্ষেপ নেবে না? বহিষ্কার হবে না আমাদের শিক্ষিত আপা?`

উল্লেখ্য, বুবলী শনিবার নিজের ফেসবুকে লিখেছেন- কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির… তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর .. আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কি? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে?

রাখ… এটাই পারবি তুই, সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্টহাসি দিয়ে বাজে কথা বলে, মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ। করতে থাক, আল্লাহ আছেন একজন, তবে একটা কথা মনে রাখিস জোর করে আর ছোটলোকি করে, ব্ল্যাকমেইল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনই কিছু হয় না। হয়তো সাময়িক কিন্তু স্থায়ী না। কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না, তাই তোর কাজই কামড়ানো। ছোটলোক কোথাকার তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। ছি!
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:০৫পিএম/১০/৯/২০১৭ইং)