• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত হচ্ছে ‘স্যালুট তোমায় শেখ হাসিনা’


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০১৭, ১২:১৩ PM / ৪২
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত হচ্ছে ‘স্যালুট তোমায় শেখ হাসিনা’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সবার প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকারনিউজ২৪.কম এর পক্ষ থেকে স্বাধীনতার এ মাসে আমরা নিয়ে আসছি মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এবং এ যাবৎকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে যিনি অত্যন্ত শ্রদ্ধাভরে সম্মান জানিয়েছেন সেই মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্যালুট জানিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের HD ভিডিও গান নিয়ে। আমাদের এ মহান উদ্যোগে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগ’ এর কর্মকর্তাবৃন্দ।

গানটির গীতিকার-সুরকার ও শিল্পী সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু। ভিডিও পরিচালনা করবেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক আমজাদ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকারনিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি ও পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের রেজাউল করিম নয়ন।

 

কে জানে, এই গানটিই হয়ত হতে পারে এ যাবৎকালের মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রেষ্ঠ গানগুলোর একটি। স্বাধীনতার এ মাসেই আনুষ্ঠানিকভাকে গানটির মোড়ক উন্মোচন করবেন দেশের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বি. দ্র. মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কোনো ব্যক্তি, সংগঠন ও কোম্পানী আমাদের এই মহৎ কাজে স্পন্সর হিসেবে থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন।

2
‘‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান,
তুমি সে মূল্যায়নে করেছ নিশানা অম্লান,
ভূষিত করেছ যথা সম্মানে, গড়েছ সুখের ঠিকানা,
স্যালুট তোমায় মমতাময়ী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কণ্যা তুমি শেখ হাসিনা ॥

স্বাধীনতা পরে বছরে বছরে, সমাহিত কত হল কবরে।
কত যোদ্ধা, কত বোদ্ধা, ব্যথিত চিত্তে গেল হারিয়ে।
আজকে হয়ে সম্মানিত, নবপ্রজন্ম আরও ব্যাথিত,
থাকত যদি তাঁরা জীবিত, কত খুশি কত জানিনা ॥

যুগের পরে যুগ পেরিয়েছে, হয়নি যথা মূল্যায়ণ
তুমি এসে মাগো মুছে দিলে সেই মুক্তিসেনার দু’নয়ন।
ফিরিয়ে দিলে তৃপ্তির হাসি, তাইতো তোমায় ভালবাসি।
স্বাধীনতাকামী মানুষের তুমি, মাতৃতুল্য ঠিকানা ॥

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:১০পিএম/১৫/৩/২০১৭ইং)