• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

বিয়েতে আতশবাজি, সমালোচিত প্রিয়াংকা


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৮, ১১:৩৭ AM / ৩৬
বিয়েতে আতশবাজি, সমালোচিত প্রিয়াংকা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে শনিবার রাতে ভারতের যোধপুরে বেশ ধুমধামে বিয়ে হয় মার্কিন গায়ক নিক জোনাসের।

নিজের বিয়েতে বাজি পুড়িয়ে বেশ সমালোচনায় পড়েন প্রিয়াংকা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার দিওয়ালির ক্যাম্পেইিনের বিষয়টি তাকে মনে করিয়ে দেন।

গত দিওয়ালিতে প্রিয়াংকা ‘আতশবাজি নয়’ প্রচারাভিযানে সরব হয়েছিলেন। এক ভিডিওবার্তায় দেশবাসীর কাছে আবেদন করেছিলেন-আতশবাজিমুক্ত হোক এই দিওয়ালি। এটি আলোর উৎসব, আনন্দের উৎসব।

পাঁচ বছর বয়স থেকেই প্রিয়াংকার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। চিকিৎসাও হয়েছে অনেক। এ বিষয়ে বলতে গিয়ে দিওয়ালির আগে ওই আবেদন রেখেছিলেন প্রিয়াংকা। অথচ সেই প্রিয়াংকার বিয়েতেই দেদার আতশবাজি পুড়ল।

এ কারণে বিয়ের একদিন পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন প্রিয়াংকা চোপড়া।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৮এএম/৩/১২/২০১৮ইং)