• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন

বিসিবিকে লজ্জা দিলেন অস্ট্রেলিয়ান কোচ


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০১৭, ২:৪৮ PM / ৩৬
বিসিবিকে লজ্জা দিলেন অস্ট্রেলিয়ান কোচ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আনুষ্ঠানিকভাবেই বাতিল হয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল আর বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। অনুপযুক্ত মাঠের কারণে এই ম্যাচ বাতিল হওয়া সবার জন্যই লজ্জার বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। সোমবার সকালে ফতুল্লার মাঠে গিয়ে বিকট দুর্গন্ধ আর পানি জমে থাকা দেখে আর খেলার কথা চিন্তাই করেনি তারা।

২২ আগস্ট থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়ার। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে সে মাঠ আগে থেকেই অনুপযুক্ত হয়ে পড়ে। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি ছিলো আলোচনায়। তবে দূরত্বের কারণে স্মিথরা সেখানে যেতে রাজি না হওয়ায় বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত ফতুল্লাতেই খেলা আয়োজনের চেষ্টা করে।
সোমবার ফতুল্লার মাঠ দেখে এসে লেম্যান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রস্তুতি ম্যাচটি খেলব না। এটি বাতিল হওয়া দুপক্ষের জন্যই লজ্জার। বিসিবি আপ্রাণ চেষ্টা করেছে।’ ১৯৯৯ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলের এই সদস্য বলেন, ‘আমরা ঢাকার অনেক সুবিধাই পাচ্ছি। বিসিবি ও এখানকার মানুষদের কথা অনুভবও করছি। কিন্তু এত বৃষ্টি হয়েছে কি আর করা যাবে।’
তবে প্রস্তুতি ম্যাচ বাতিল হলেও বাকিসব কিছুতে খুশি লেম্যান, ‘প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়াটা লজ্জার হলেও আমরা এখানে সেরা সুবিধাই পাচ্ছি। কেবল ফতুল্লার ওই মাঠে আসলেই খেলতে নামা যায় না।’
প্রস্তুতি ম্যাচ না থাকায় মিরপুর একাডেমি মাঠেই ঘাম ঝরিয়ে প্রস্তুত হতে হবে স্মিথ-ওয়ার্নারদের। সোমবার এক পশলা বৃষ্টি এসে সেই অনুশীলনেও দিয়েছে বাগড়া। তবু টেস্টের প্রস্তুতি এরমধ্যেই হয়ে যাবে বলে লেম্যান আশাবাদী, ‘আমরা তৈরিই আছি। কিছু ফাইন টিউনিং বাকি, নেটেই তা সেরে নিতে পারব।’
অতিবৃষ্টিতে ফতুল্লার মাঠে পানি জমে যাওয়ায় বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিলো বিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই নিরাপত্তা প্রতিনিধিকে নিয়ে ঘুরে দেখানো হয় রাজধানীর ইউল্যাব ও সাভারের বিকেএসপির মাঠ। প্রস্তাবনায় ছিলো সিলেট ক্রিকেট স্টেডিয়ামও। তবে কোনটিই ব্যাটে বলে মেলেনি। নিরাপত্তা জনিত কারণে স্পর্শকাতর এই সিরিজে হুট করে ভেন্যু বদলের কোন ঝুঁকি নিতে চায়নি সফরকারীরা।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:৪৫পিএম/২১/৮/২০১৭ইং)