• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

বিশ্বের ক্ষুদ্রতম কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনী!


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০১৮, ১১:৫৫ PM / ৩২
বিশ্বের ক্ষুদ্রতম কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনী!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : গত ১৮ই অক্টোবর, বৃহস্পতিবার শুরু হয়েছে তুরস্কের প্রথম মাইক্রো-মিনিয়েচার চিত্রের প্রদর্শনী। পশ্চিম আয়দিন প্রদেশের কুশানদাসি জেলায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন চিত্র ও পান্ডুলিপি প্রদর্শিত হচ্ছে, যে সকল চিত্র ও পান্ডুলিপি আতশ কাঁচের সাহায্য ছাড়া খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এর মধ্যে পৃথিবীর ক্ষুদ্রতম হাতে লেখা কুরআন মাজীদটিও প্রদর্শিত হচ্ছে, যেটি তুরস্কের একমাত্র গুবারী ক্যালিগ্রাফী শিল্পী নেজাদি কোর্কমাজ তৈরি করেছেন।

ক্ষুদ্রতম কুরআনের এই পান্ডুলিপিটি তৈরি করতে নেজাদি কোর্কমাজের তিন বছরের মত সময়ের প্রয়োজন হয়। এক সেন্টিমিটারেরও ছোট আয়তনের পাতায় তিনি এই পান্ডুলিপিটি তৈরি করেন।

তিনি জানান, এই পান্ডুলিপিটি তৈরির জন্য তিনি অধিকাংশ সময় রাতে কাজ করতেন। স্বাস্থ্যসম্মত এক স্থানে বসে শিয়ালের গোঁফ থেকে তৈরি ব্রাশ দিয়ে এই পান্ডুলিপিটি তিনি তৈরি করেন।

কোর্কমাজ এর পূর্বে মসুরির দানার উপর আল্লাহর ৯৯টি নাম এবং একটি চুলের উপর ‘বিসমিল্লাহ’ লিখে আলোচনায় আসেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫৫পিএম/২৫/১০/২০১৮ইং)