• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিভিন্ন ধর্মে নারীর মর্যাদা ও অধিকার


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০১৮, ৬:০০ PM / ৪১
বিভিন্ন ধর্মে নারীর মর্যাদা ও অধিকার

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘মুক্তমনা’ রূপী ভণ্ডমনারা দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রপাগ্যাণ্ডা চালিয়ে নিজ রাজ্যে প্রতিষ্ঠা করে ফেলেছে যে, ইসলামই সবচেয়ে পুরুষতান্ত্রিক ও নারী-বিদ্বেষী। এতদিনে এই ভাইরাস যখন তাদের মুরিদদের মন-মগজে দৃঢ়ভাবে প্রোথিত হয়ে গেছে এবং তাদের মিথ্যা প্রপাগ্যাণ্ডা সম্পর্কে অনেকেই যখন অবহিত হয়েছে, তখন কেউ কেউ ঝুলি থেকে অন্যান্য দু-একটি ধর্মের কতিপয় নেগেটিভ বিষয় উল্লেখ করে সাথে সাথে সমস্বরে বলে উঠছে-

সকল ধর্মই আসলে পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী; সব ধর্মেই রয়েছে সমসাময়িকতার প্রবল প্রভাব।

তাই নাকি? এই ধরণের চরম প্রতারণামূলক ও অসত্য প্রলাপ বকতে হলে নিশ্চিতভাবেই ভণ্ড হতে হবে। সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী কি-না কিংবা সব ধর্মেই সমসাময়িকতার প্রবল প্রভাব আছে কি-না, তার কিছু নমুনা এই লেখায় তুলে ধরা হচ্ছে।

১. বৌদ্ধ ধর্ম বলে: নারীরা অস্পৃশ্য ও সকল প্রকার অনিষ্টের মূল- পুরুষদের নির্বাণ লাভের পথে অন্তরায়। কাজেই নারীসঙ্গ অবশ্যই পরিত্যাজ্য। এর অর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মে নারীদেরকে মানুষই মনে করা হয়নি।

হিন্দু ধর্ম বলে: নারীদের সাথে কোনো স্থায়ী বন্ধুত্ব হতে পারে না। নারীদের হৃদয় হচ্ছে হায়েনাদের হৃদয়। [ঋগ্বেদ ১০:৯৫:১৫]

খ্রীষ্টান ধর্ম বলে: এই ধর্মও নারীদের সম্পর্কে অনুরূপ ধারণা দেয়। বিস্তারিত এখানে।

ইসলাম বলে: বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী একে অপরের বন্ধু… [কোরআন ৯:৭১]

তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক… [কোরআন ২:১৮৭]

“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ কর এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া।” [কোরআন ৩০:২১]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

২. হিন্দু ধর্ম বলে: নারীরা শক্তিহীন বা কর্তৃত্বহীন। তারা পৈত্রিক সম্পত্তির কোনো অংশ পাবে না। [যজুর্বেদ ৬:৫:৮:২]

খ্রীষ্টান ধর্ম বলে: পুত্র সন্তান থাকলে কন্যা সন্তান কোনো সম্পত্তি পাবে না। [নাম্বারস ২৭:৮]

ইসলাম বলে: পিতা-মাতা ও নিকট-আত্মীয়দের সম্পত্তিতে নারী ও পুরুষ উভয়েরই অংশ আছে। [কোরআন ৪:৭]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

৩. হিন্দু ধর্ম বলে: বিবাহিত নারীরা তালাক দিতেও পারবে না আবার নিতেও পারবে না। একবার কারো সাথে বিয়ে হয়ে গেলে আমৃত্য পর্যন্ত তার সাথেই থাকতে হবে। [সূত্র নিষ্প্রয়োজন]

খ্রীষ্টান ধর্ম বলে: তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা ব্যভিচারের সামিল। তার মানে তালাকপ্রাপ্তা নারী পুনরায় বিয়ে করতে পারবে না? [ম্যাথু ৫:৩২]

ইসলাম বলে: নারীরা ইচ্ছে করলে তালাক নিতে পারবে এবং তালাকপ্রাপ্তা নারী চাইলে তার পছন্দ অনুযায়ী অন্য কাউকে বিয়েও করতে পারবে। [কোরআন ২:২২৯-২৩২]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

৪. হিন্দু ধর্ম বলে: বিধবা নারীরা পুনরায় বিয়ে করতে পারবে না। তাদেরকে বরং নিরামিষভোজী ও অত্যন্ত দ্বীনহীনভাবে বাকি জীবন কাটাতে হবে [মনুসংহিতা ৫]। সতী প্রথার কথা না হয় বাদই থাকলো।

ইসলাম বলে: বিধবা নারীরা ইচ্ছে করলে পুনরায় বিয়ে করতে পারবে। [সূত্র নিষ্প্রয়োজন]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

৫. বৌদ্ধ ধর্ম বলে: নারীরা পুরোপুরি আলোকিত (Fully Enlightened or Buddha) হতে পারবে না।

ইসলাম বলে: “যে ব্যক্তি ভালো কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, এবং সে ঈমানদার হবে, এরূপ লোক জান্নাতে দাখিল হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।” [কোরআন ৪:১২৪]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

৬. বৌদ্ধ ধর্ম বলে: পুরুষের কাজ হচ্ছে বিরামহীনভাবে জ্ঞানের অন্বেষণ করা, আর নারীদের কাজ হচ্ছে বাড়ি ও স্বামীকে দেখাশুনা করা। [সূত্র]

হিন্দু ধর্ম বলে: নারী ও শূদ্ররা বেদ পড়া বা শোনার উপযুক্ত নয়। [সূত্র]

খ্রীষ্টান ধর্ম বলে: নারীরা চার্চের মধ্যে চুপচাপ থাকবে। চার্চের মধ্যে কথা বলা তাদের জন্য লজ্জাজনক। তারা চুপচাপ তাদের স্বামীদের কাছে থেকে সকল প্রকার বশীভূতকরণের মাধ্যমে শিক্ষা নিবে। নারীরা শিক্ষা দিতে পারবে না, এবং পুরুষদের উপর কর্তৃত্ব করার অধিকারও তাদের নেই। [১ করিনথিয়ান্স ১৪:৩৪-৩৫, ১ টিমোথি ২:১১-১২]

ইসলাম বলে: নারী ও পুরুষ উভয়েই জ্ঞানের অন্বেষণ করতে পারবে। উভয়েই একে-অপর থেকে শিক্ষা লাভ করতে পারবে। [সূত্র নিষ্প্রয়োজন]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

৭. হিন্দু ধর্ম বলে: নারীদেরকে অবশ্যই দিন-রাত নিজ পরিবারের পুরুষদের অধীনে থাকতে হবে। তারা যদি কোনো রকম ইন্দ্রিয়াসক্তিতে জড়িয়ে পড়ে তাহলে তাদেরকে অবশ্যই কারো নিয়ন্ত্রণে রাখতে হবে। [মনুসংহিতা ৯:২]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

৮. হিন্দু ধর্ম বলে: শৈশবকালে একজন নারী তার পিতার অধীনে থাকবে, যৌবনে তার স্বামীর অধীনে থাকবে, স্বামী (লর্ড) মারা গেলে তার পুত্রদের অধীনে থাকবে। নারীরা কখনোই স্বাধীন হতে পারবে না। এমনকি তারা স্বাধীন হওয়ার যোগ্যই না। [মনুসংহিতা ৫:১৪৮, ৯:৩]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

৯. হিন্দু ধর্ম বলে: একজন স্বামী যতই খারাপ হোক না কেন, তথাপি একজন কর্তব্যনিষ্ঠ স্ত্রী সেই স্বামীকে দেবতা হিসেবে ক্রমাগত পূজা করবে। [মনুসংহিতা ৫:১৫৪]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১০. হিন্দু ধর্ম বলে: একজন নারীর স্বামী মারা যাওয়ার পর সেই নারী কখনোই অন্য কোনো পুরুষের নাম মুখে নিতে পারবে না। [মনুসংহিতা ৫:১৫৭]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১১. হিন্দু ধর্ম বলে: স্বামীর প্রতি দায়িত্ব লঙ্ঘনের দ্বারা একজন স্ত্রী এই পৃথিবীতে অসম্মানিত হবে, মৃত্যুর পর তার এই পাপের শাস্তিস্বরূপ একটি শৃগালের গর্ভে বিভিন্ন রোগ দ্বারা নির্যাতিত হতে থাকবে। [মনুসংহিতা ৫:১৬৪] স্ত্রীর ‘অপরাধ’ না হয় বুঝা গেল কিন্তু বেচারী শৃগাল কী অপরাধ করেছে-রে বাবা!

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১২. হিন্দু ধর্ম বলে: নারীরা কোনো নিয়মানুবর্তিতা মেনে চলে না। তাদের বুদ্ধিমত্তা নাই বললেই চলে। [ঋগ্বেদ ৮:৩৩:১৭]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১৩. হিন্দু ধর্ম বলে: নারীদের মৃত্যুর পর তাদের মৃতদেহ সৎকারের সময় পবিত্র ধর্মগ্রন্থ থেকে কিছু পাঠ করা যাবে না। [মনুসংহিতা ২:৬৬]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১৪. হিন্দু ধর্ম বলে: পুরুষের উচিত নয় তার মা, বোন, অথবা কন্যার সাথে একাকী বসা, পাছে কী হতে কী হয়! [মনুসংহিতা ২:২১৫]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১৫. হিন্দু ধর্ম বলে: নারীরা পুরুষের সৌন্দর্য বা বয়স কোনোটাই বিচার না করে সুদর্শন বা কুৎসিত যা-ই হোক না কেন, পুরুষ হলেই তার প্রতি নিজেকে সঁপে দেয়। [মনুসংহিতা ৯:১৪]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী।

১৬. হিন্দু ধর্ম বলে: বিয়ের সময় বর পক্ষকে যৌতুক দিতে হবে [সূত্র: বেদ]। এই যৌতুক প্রথার উপর ভিত্তি করে প্রতি বছর হাজার হাজার নারী বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে।

ইসলাম বলে: বিয়ের সময় কনেকে মোহরানা বা উপহার দিতে হবে। [কোরআন ৪:৪]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

১৭. হিন্দু ধর্ম বলে: নারীরা দৃষ্টিকে নত করে চলবে, সামনের দিকে তাকাবে না। [ঋগ্বেদ ৮:৩৩:১৯]

ইসলাম বলে: পুরুষ ও নারী উভয়েই তাদের দৃষ্টিকে নত রাখবে। [কোরআন ২৪:৩০-৩১]

ভণ্ডমনারা বলে: সকল ধর্মই পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী, তবে ইসলাম এককাঠি উপরে!

১৮. ইসলাম বলে: কন্যা শিশুকে হত্যা করা একটি অত্যন্ত নিকৃষ্ট কাজ। [কোরআন ১৬:৫৮-৫৯, ৮১:৮-৯, ১৭:৩১]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

১৯. ইসলাম বলে: পুরুষ যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ। [কোরআন ৪:৩২]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২০. ইসলাম বলে: আমি বিনষ্ট করি না তোমাদের কোন পরিশ্রমকারীর কর্ম, তা সে হোক পুরুষ কিংবা নারী। তোমরা একে অন্যের সমান… [কোরআন ৩:১৯৫]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২১. ইসলাম বলে: হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে এবং তোমাদেরকে পরিণত করেছি বিভিন্ন জাতিতে ও বিভিন্ন গোত্রে, যাতে তোমরা পরস্পরকে চিনতে পার… [কোরআন ৪৯:১৩]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২২. ইসলাম বলে: যে ভালো কাজ করে এবং বিশ্বাসী, হোক সে পুরুষ কিংবা নারী, আমি তাকে অবশ্যই দান করব এক পবিত্র শান্তিময় জীবন এবং তারা যা করত তার জন্য তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করব। [কোরআন ১৬:৯৭]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২৩. ইসলাম বলে: নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, স্বীয় লজ্জাস্থান হেফাযতকারী পুরুষ ও স্বীয় লজ্জাস্থান হেফাযতকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী–এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান। [কোরআন ৩৩:৩৫]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২৪. ইসলাম বলে: আমি মানুষকে তার মাতা-পিতা সম্বন্ধে নির্দেশ দিয়েছি তাদের সাথে সদাচরণ করতে। তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দু’বছরে তার দুধ ছাড়ানো হয়। সুতরাং শোকরগুজারী কর আমার এবং তোমার মাতা-পিতার। [কোরআন ৩১:১৪]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২৫. ইসলাম বলে: যারা কোন ভালো নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর চারজন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। [কোরআন ২৪:৪]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।
২৬. ইসলাম বলে: এ কথা সত্য যে, নারীদের উপর পুরুষদের যেমন কিছু অধিকার আছে তেমনি পুরুষদের উপরও নারীদের কিছু অধিকার আছে। [বিদায় হজ্জ্বের ভাষণে মুহাম্মদ সাঃ]

ভণ্ডমনারা বলে: ইসলাম একটি পুরুষতান্ত্রিক ও নারী বিদ্বেষী ধর্ম।

২৭. ইসলাম বলে [সংগৃহীত হাদিস; সূত্র যাচাই করা হয়নি]-
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:২৬পিএম/২৮/৩/২০১৮ইং)