• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

বিদ্যানিকেতন হাই স্কুল ভবনের ৫ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ সুপার


প্রকাশের সময় : মে ২৬, ২০১৯, ১:০৮ AM / ২৫
বিদ্যানিকেতন হাই স্কুল ভবনের ৫ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ সুপার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : শহরের পশ্চিম দেওভোগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুল ২৫ মে শনিবার ভবনের ৫ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন কাশেম হুমায়ুন, সভাপতি, পরিচালনা পরিষদ, বিদ্যানিকেতন হাই স্কুল সহ বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর/ডিবি) সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশ সুপার বিদ্যানিকেতন হাই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং বিআরটিসি বাস সম্পর্কে দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা খবর পেয়েছি কিছু দুষ্কৃতিকারী বিআরটিসি বাস সার্ভিসের কাউন্টারগুলো বসতে দিচ্ছেনা। আমি বলবো আজ থেকেই এই কাউন্টার বসবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করবে’।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:০২এএম/২৬/৫/২০১৯ইং)