• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন

বিটিভির অনুষ্ঠান ভারতে সম্প্রচার হবে : তথ্যমন্ত্রী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৭, ১১:৪১ PM / ৩৫
বিটিভির অনুষ্ঠান ভারতে সম্প্রচার হবে : তথ্যমন্ত্রী

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৮ ফেব্রুয়ারি বুধবার জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। সে অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় কেবল অপারেটররা এ বিষয়ে আগ্রহী হচ্ছেন না। এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৪০পিএম/৮/২/২০১৭ইং)