• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

বিজয় দিবসে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের বিনামূল্যে চিকিৎসা সেবা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০১৯, ৩:১৬ PM / ৫১
বিজয় দিবসে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের বিনামূল্যে চিকিৎসা সেবা

মোখলেছুর রহমান তোতা, নারায়ণগঞ্জ : ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগে অর্জিত হয়েছে কাংখিত বিজয় সে সকল বীরসৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অসহায় দুঃস্থ নারী -পুরুষ,শিশু ও বৃদ্ধ মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল।
সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল এর উদ্যোগে দেলপাড়ায় বিনামুল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।সকাল ১০ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা অবধি বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুঃস্থ নারী- পুরুষ,শিশু ও বৃদ্ধদের মাঝে এ সেবা প্রদান করেন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন ৪ শতাধিক অসহায় ও দুঃস্থ নারী- পুরুষ, শিশুরা।
এর আগে এ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্য়ক্রমের শু উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী,ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর এএডভোকেট আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:১৬পিএম/১৭/১২/২০১৯ইং)