• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০১৯, ৭:১৫ PM / ৩১
বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

আজ শনিবার সকাল ৮টায় কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের নুরুল কাদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

এর পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রেও বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম এবং স্বাধীনতা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে।

নির্বাচনে বিজিএমইএর পরিচালনা পর্ষদের ৩৫টি পদের জন্য ওই দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৪ জন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন। বাকি ৩৫৮ জন চট্টগ্রামের।

সম্মিলিত পরিষদ-ফোরামের প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

 

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:১৬পিএম/৬/৪/২০১৯ইং)