• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

বিকাশ একাউন্ট খুললেই বাণিজ্য মেলায় প্রবেশ ফ্রি!


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৭, ৫:০৮ PM / ৩৮
বিকাশ একাউন্ট খুললেই বাণিজ্য মেলায় প্রবেশ ফ্রি!

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিকাশ একাউন্ট খুললেই বাণিজ্য মেলায় দর্শনাথীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এছাড়া মেলায় প্রবেশ করতে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করলে শতভাগ ক্যাশব্যাক করবে বিকাশ।

বিকাশকর্মীরা জানান, মেলা উপলক্ষে বিকাশের পক্ষ থেকে এ ছাড় দেওয়া হয়েছে। একাউন্ট খুলতে ন্যাশনাল আইডি কার্ড ও ২ কপি ছবি লাগবে।

জানা যায়, মেলায় প্রবেশের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করলে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে গ্রাহকের একাউন্টে শতভাগ ক্যাশব্যাক করবে বিকাশ। মেলায় ক্যাশব্যাক পেতে একাউন্ট সক্রিয় থাকতে হবে।

মেলা চলাকালীন একটি বিকাশ একাউন্টে প্রতিদিন সর্বোচ্চ ২টি এবং সর্বমোট ৫টি টিকিটের জন্য ক্যাশ ব্যাক প্রদান করা হবে।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, বিকাশের অফারটি ভালো, কিন্তু এখানে আসার আগে আমি এ অফারটা সম্পর্কে জানতাম না। তাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসা হয়নি। ফলে আমাকে টিকিট কেটেই মেলায় ঢুকতে হচ্ছে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে পয়লা জানুয়ারি রাজধানীর শেরে-বাংলা নগরে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এটি মেলার ২২তম আসর।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:০৩পিএম/৬/১/২০১৭ইং)