• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিএন‌পির সমাবেশ শুরু, সরকারকে কঠোর বার্তা দি‌তে চায়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২০, ১:৪৪ PM / ৩৩
বিএন‌পির সমাবেশ শুরু, সরকারকে কঠোর বার্তা দি‌তে চায়

কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএন‌পির সমাবেশ শুরু হয়েছে। আজ শ‌নিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি তিনটি ট্রাক দাঁড় করিয়ে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। ম‌ঞ্চের সাম‌নে বিএন‌পি, ছাত্রদল সহ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতা-কমীরা অবস্থান নি‌য়ে‌ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দ‌লের ‌সি‌নিয়র নেতারা এরই ম‌ধ্যে নয়াপল্টনের অফিসের অবস্থান নিয়েছেন। দলের নেতা-কর্মীরা মিছিল করতে করতে সমা‌বে‌শে আসতে শুরু করেছে।
সমাবেশকে কেন্দ্র করে বন্ধ রয়েছে আরামবাগ হয়ে কাকরাইল, মৌচাকগামী যান চলাচল।

সমা‌বে‌শে আসা একজন বিএন‌পি নেতা ব‌লেন, জনগণের প্রিয় নেতা বেগম খালেদা জিয়া‌কে দুই বছর ধ‌রে কারাব‌ন্দি করে রাখা হ‌য়ে‌ছে। আজ‌কের এই সমা‌বে‌শের মাধ্যমে খালেদা জিয়া মু‌ক্তির দা‌বি সহ সরকারকে আমরা আগামীর আন্দোলন সংগ্রা‌মের কঠোর বার্তা দি‌তে চাই।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০১:৪৪পিএম/৮/২/২০২০ইং)