• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

বিএনপি নেতা আমিনুল হকের ইন্তেকাল


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৯, ১:৫৭ PM / ১০৮
বিএনপি নেতা আমিনুল হকের ইন্তেকাল

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ রোববার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে আমিনুল হকের বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার আমিনুল হককে সঙ্কটাপন্ন অবস্থায় গত ১৪ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। এরপর থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আমিনুল হক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সিঙ্গাপুরের চিকিৎসকরা তার চিকিৎসায় অপারগতা প্রকাশ করলে দেশে আনা হয়।

ব্যারিস্টার আমিনুল হক ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে আমিনুল হকের পরিবর্তে তার ভাই পুলিশের সাবেক আইজি এনামুল হক বিএনপির প্রার্থী হন। সেবার আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে তিনি হেরে যান।

এরপর থেকে টানা তিন মেয়াদে এই আসনে আওয়ামী লীগের ফারুক চৌধুরী নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ৩০ ডিসেম্বরের নির্বাচনেও তিনি ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করেছেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫৭পিএম/২১/৪/২০১৯ইং)