• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

‘বার্সা শেষ পর্যন্ত লড়ে যাবে’


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৭, ৭:৫৫ PM / ৯১
‘বার্সা শেষ পর্যন্ত লড়ে যাবে’

ঢাকারনিউজ২৪.কম:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ঘরের মাঠে সেই পিএসজিকে নাস্তানাবুদ করে ছেড়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় লেগে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মেসি-নেইমাররা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬-৫ গোলের ব্যবধানে জিতেছিল বার্সা। ইতিহাস গড়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল লুইস এনরিকের দল।

পরের রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্তাসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বার্সা। এবারও তাদের ঘুরে দাঁড়াতে হবে আগের মতোই। ঘরের মাঠে আগামী বুধবার রাতে (বাংলাদেশ সময়) জুভিদের স্বাগত জানাবে বার্সা।

শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে বার্সা। এই জয়ের পর আত্মবিশ্বাসী বার্সা কোচ লুইস এনরিক। জানালেন, জুভেন্তাসের বিপক্ষেও বার্সা ঘুরে দাঁড়াবে। এর জন্য শিষ্যদের কাছে সেরাটাই চাইছেন এনরিক।

সোসিয়েদাদের ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘জুভেন্তাসের বিপক্ষে ম্যাচের আগে এই ফল (সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ গোলে জয়) আমাদের উজ্জীবিত করছে। জুভিদের বিপক্ষে ম্যাচ নিয়েই এখন ভাবছি। আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা কিন্তু এখনও সব শিরোপা জয়ের দৌড়ে আছি। সবকটি ট্রফির জন্যই শেষ পর্যন্ত লড়ে যাবে বার্সা।’

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.২৯পিএম/১৬//২০১৭ইং)