• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

বাজারের পাস্তুরিত দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই : বিএআরসি


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০১৯, ৩:০৫ PM / ৩৬
বাজারের পাস্তুরিত দুধে স্বাস্থ্য ঝুঁকি নেই : বিএআরসি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : প্রাণ, মিল্কভিটাসহ পাস্তুরিত দুধে কোনো ভারী ধাতু, অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ পাওয়া যায়নি; তাই দেশীয়ভাবে উৎপাদিত কোনো ব্র্যান্ডের দুধে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিট।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিটের দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (পুষ্টি) ড. মো. মনিরুল ইসলাম বিশ্লেষণের ফলাফল তুলে ধরেন।

তিনি জানান, দেশীয়ভাবে উৎপাদিত তরল দুধ নিয়ে বিতর্ক ওঠার পর বিএআরসির পক্ষ থেকে দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ করার জন্য ১৬টি নমুনা ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:০৬পিএম/৩১/৭/২০১৯ইং)