• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ও স্টিভ জবসের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০১৭, ১১:০৮ AM / ৩০
বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ও স্টিভ জবসের জন্ম

 
ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, শুক্রবার। ১২ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৩০৩ – রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।
• ১৩৮৬ – নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।
• ১৮৪৮ – ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
• ১৯১৮ – সোভিয়েত ইউনিয়ন থেকে এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
• ১৯২০ – জার্মানিতে কুখ্যাত নাৎসি পার্টি গঠন করা হয়।
• ১৯৫২ – ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
• ২০০৮ – ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরও ৩ বছর বহাল ছিলেন।

ব্যক্তি
• ১১০৩ – জাপানের সম্রাট তোবার জন্ম। তিনি প্রয়াত হন ১১৫৬ সালে।
• ১৮৩৭ – স্প্যানিশ কবি রোসালিয়া ডি কাস্ত্রোর জন্ম। তার মৃত্যু হয় ১৮৮৫ সালে।
• ১৯৩৯ – বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জন্ম। দেশের পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। জামাল নজরুল মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিকাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
• ১৯৫৫ – অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রযুক্তিবিদ স্টিভ জবসের জন্ম।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৭এএম/২৪/২/২০১৭ইং)