• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

বাগেরহাটে রায়েন্দা পাইলট হাইস্কুল সরকারীকরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০১৮, ৯:৩৩ PM / ৩৫
বাগেরহাটে রায়েন্দা পাইলট হাইস্কুল সরকারীকরণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলার রায়েন্দা পাইলট হাইস্কুল সরকারী করণ করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের হয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ১৩ টি বিদ্যালয়ের সাথে রায়েন্দা পাইলট হাইস্কুলকেও সরকারী করনের ঘোষনা দেয়া হয়। সরকারী করণের ঘোষনায় উপজেলার সর্বত্র আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রায়েন্দা পাইলট হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও সর্বস্তরের মানুষের এক বিশাল আনন্দ শোভা যাত্রা উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে । শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩২পিএম/১০/১০/২০১৮ইং)