• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ৫ ইউনিয়ন পরিষদ পেল বিশেষ এ্যাম্বুলেন্স


প্রকাশের সময় : মে ৭, ২০১৯, ৬:৫০ PM / ২৭
বাগাতিপাড়ায় ৫ ইউনিয়ন পরিষদ পেল বিশেষ এ্যাম্বুলেন্স

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদে বিশেষ ধরনের মোডিফাইড (রূপান্তরিত) এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র অর্থায়নে সরবরাহকৃত এসব এ্যাম্বুলেন্স বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে সদ্য বিদায়ী ইউএনও নাসরিন বানু ৫টি ইউনিয়ন পরিষদের স্ব-স্ব চেয়ারম্যানদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে রূপান্তরিত এসব বিশেষ এ্যাম্বুলেন্স প্রত্যন্ত গ্রাম পর্যায়ের রোগীদের জন্য নাম মাত্র ভাড়ায় পরিচালিত হবে। দিনে-রাতে যেকোন ধরনের রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আনা-নেওয়ার সুবিধার্থে এসব এ্যাম্বুলেন্স ব্যবহৃত হবে। এগুলো ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করবে এবং একজন গ্রাম পুলিশ চালক হিসেবে নিযুক্ত থাকবেন বলে জানা গেছে। এ্যাম্বুলেন্স বিতরন কালে জাইকা’র ইউডিএফ জাকিয়া সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৫১পিএম/৭/৫/২০১৯ইং)