• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় যৌন নিপীড়নকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ৫:৪৬ PM / ৩১
বাগাতিপাড়ায় যৌন নিপীড়নকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে নিপীড়ককে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থা। মঙ্গলবার সকালে মালঞ্চি বাজারে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ জুলাই উপজেলার বড়পুকুরিয়া গ্রামের ওই শিশু কন্যাকে একই গ্রামের মুদি দোকানি শাহাদত হোসেন সাদু যৌন নিপীড়ন ও যৌন হয়রানি করে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে শাহাদত হোসেন সাদুর বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে অভিযুক্ত আদালত থেকে জামিন পেলেও তা গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। বর্তমানে সাদু বাদিকে হুমকি ধামকি দিচ্ছে। এতে নিরাপত্তার অভাবে বাদি বাড়ি থেকে অন্যত্র বসবাস করছেন। এ অবস্থায় অভিযুক্ত সাদুকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগকে দিয়ে তদন্ত করাসহ বাদির নিরাপত্তার দাবি জানানো হয়। মানববন্ধনে ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মিরা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন নিজেরা করি সংস্থার কেন্দ্রীয় টিম সদস্য নাসরীন পারভীন, অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য পারভীন বেগম প্রমুখ বক্তব্য দেন। পরে সংগঠণের নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের কাছে এক স্মারক লিপি প্রদান করেন।