• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

বাগাতিপাড়ায় ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০১৮, ১২:২৮ AM / ৩৮
বাগাতিপাড়ায় ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত

ফজলে রাব্বি,বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানবার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে এবং বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে গল্পবলা, কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা, চিত্রাঙ্কন, জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

বিজয় ফুল উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন- বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী,প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ফাইজুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ফজলে রাব্বিসহ  উপজেলার দায়িত্বরত কর্মকতাগণ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা প্রতিযোগীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন,সেরা প্রতিযোগীদের আগামীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার কথা ঘোষণা করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:২২এএম/৩০/১০/২০১৮ইং)