• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের বদলীর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : মে ১১, ২০১৯, ৯:৪৬ PM / ৩৮
বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের বদলীর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়ালকে নিয়ম বর্হিভূতভাবে বদলীর মৌখিক নির্দেশ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম, অভিভাবক মশিউর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, নানা অনিয়মের প্রতিবাদ ও শোকজ করায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেন। পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তার তদন্তে তা মিথ্যা প্রমাণিত হলে ওই শিক্ষিকাকে বদলির সুপারিশ করেন তদন্ত কমিটি। এরপর একই অভিযোগ এনে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন হাসিনা বেগম। তারও কোন সত্যতা মেলেনি। এরপর থেকে বিভিন্ন দপ্তরে তদবির করে প্রধান শিক্ষককে বদলির অপচেষ্টা চালান ওই শিক্ষিকা। সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী প্রধান শিক্ষক আব্দুল আওয়ালকে অন্যত্র বদলির জন্য মৌখিকভাবে আবেদন করতে বলেন। বিষয়টি জানার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের বদলী আদেশের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করে। অবিলম্বে নিয়মবর্হিভূতভাবে বদলীর মৌখিক নির্দেশ বাতিলের দাবী জানান তারা।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী মোবাইল ফোনে জানান, তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কোন প্রমান পাননি। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের চাপের মুখে তিনি প্রধান শিক্ষককে অন্যত্র বদলীর জন্য আবেদন করতে বলেছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৪৮পিএম/১১/৫/২০১৯ইং)