• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০১৯, ৫:৪২ PM / ৪৭
বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুর মুখে কৃমির ট্যাবলেট তুলে দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ উপলক্ষে স্কুলের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক মতিনুল হক প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল পর্যন্ত উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ৩৩ হাজার ৬০৩ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১৮ হাজার ৪০৬ জন এবং মাধ্যমিক পর্যায়ে ১৫ হাজার ১৯৭ জন শিক্ষার্থীসহ শিশু রয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:৪২পিএম/৬/৪/২০১৯ইং)