• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

বাগদাদির মৃত্যু নিয়ে ১০০ ভাগ নিশ্চিত রাশিয়া


প্রকাশের সময় : জুন ২৩, ২০১৭, ৭:৩২ PM / ৪৫
বাগদাদির মৃত্যু নিয়ে ১০০ ভাগ নিশ্চিত রাশিয়া

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত খলিফা আবু বকর আল বাগদাদির মৃত্যুর ব্যাপার রাশিয়া ‘১০০ ভাগ নিশ্চয়তার কাছাকাছি’ পৌঁছেছে বলে জানায় রাশিয়ার উচ্চপদস্থ এক কর্মকর্তা। শুক্রবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টর ওযেরভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে এ ব্যাপারে জানান।
তিনি বলেন, ‘আমি মনে করি তথ্যটি ১০০ ভাগের কাছাকাছি। বিষয়টিকে আরও শক্তভাবে প্রমাণ করে কারণ আইএস বাগদাদিকে কোথাও দেখাতে পারছে না। এটা আমাদের বিশ্বাসকে মজবুত করছে বাগদাদিকে হত্যা করা গেছে।’
সিরিয়ার রাক্বার কাছাকাছি গত ২৮ মের ১০ মিনিটের একটি স্ট্রাইকে রাশিয়ান আর্মি তাকে হত্যা করতে সমর্থ হয়েছিল বলে জানানো হয়েছিল।
আইএসের সিনিয়র মিলিটারি কমান্ডাররা একটি বৈঠকে বসেছিলেন। সেখানে রাশিয়ার বিমান হামলায় ৩০ জন মাঝারি কমান্ডার ও তাদের নিরাপত্তার দায়িত্বে থাকে ৩০০ জন আইএস জঙ্গিকে নিহত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেই সভাতে আইএস নেতা বাগদাদিও উপস্থিত ছিলেন। তাই তাদের সাথে নিহত হয়েছেন বলেই জোরালো সম্ভাবনা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৩০পিএম/২৩/৬/২০১৭ইং)