• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ৮:৫০ PM / ১৭৬
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার, ঢাকা : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশের একটি অরাজনৈতিক, সামাজিক হিন্দু ধর্মীয় সংগঠন। বাংলাদেশের ছোট-বড় ২৩টি হিন্দু ধর্মীয় সংগঠনের জোট হচ্ছে হিন্দু মহাজোট। এটি ২০০৬ সালে ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বিজেএইচএম এর মূল লক্ষ্য হিন্দু সমাজকে সুসংহত করা এবং হিন্দুধর্ম রক্ষা ও সেবা করা।বাংলাদেশের হিন্দু সমাজের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন।তার মধ্যে হিন্দু যুব মহাজোট অন্যতম সংগঠন।

‘যতমত তত পথ হিন্দু স্বার্থে একমত’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলনে ঘোষিত আংশিক কমিটির পূর্নাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে।১৬ এপ্রিল রোজ: সোমবার।ডা:প্রভাস চন্দ্র রায় সভাপতি ও পলাশ কান্তি দে নির্বাহী মহাসচিব ও মুখপাত্র সাক্ষরিত কমিটি অনুমোদন দেন) বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৫)

প্রদীপ কান্তি দে কে সভাপতি ও রাজেশ নাহা কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেন।

অন্য সকল সদস্যরা হলেন- গৌতম হালদার প্রান্ত নির্বাহী সভাপতি,কনক কান্তি সাহা সিনিয়র সহ সভাপতি,পঙ্কজ হালদার প্রধান সমন্বয়কারী , অর্ণব শীল দীপ্ত সহ-সভাপতি,উত্তম সরকার পিপলু সহ-সভাপতি,রঞ্জীত রায় চৌধুরী সহ-সভাপতি,শ্যামল দত্ত সহ-সভাপতি,নীতিশ সরকার সহ-সভাপতি,স্বপ্নীল দে রনি সহ-সভাপতি,শিবু আচার্য্য রুবেল সহ-সভাপতি,রূপম মোদক সহ-সভাপতি,অসীম সরকার সহ-সভাপতি,সজল নাহা সহ-সভাপতি,প্রান্ত পাল যুগ্ম-সাধারণ সম্পাদক,নীখিল রায় যুগ্ম-সাধারণ সম্পাদক,অসীম বর্ধন অপু যুগ্ম-সাধারণ সম্পাদক,হিমেল সরকার যুগ্ম-সাধারণ সম্পাদক,অজিত ধর রনি যুগ্ম-সাধারণ সম্পাদক,স্বরুপ রায় যুগ্ম-সাধারণ সম্পাদক,লিটন ভৌমিক যুগ্ম-সাধারণ সম্পাদক,কানু দত্ত যুগ্ম-সাধারণ সম্পাদক,দেবতোষ হাওলাদার যুগ্ম-সাধারণ সম্পাদক,রবীন্দ্রনাথ সরকার যুগ্ম-সাধারণ সম্পাদক,সুমন মন্ডল যুগ্ম-সাধারণ সম্পাদক,প্রলয় চন্দ্র দে যুগ্ম-সাধারণ সম্পাদক,মাধব দাস সাংগঠনিক সম্পাদক,অমি দাশ সহ-সাংগঠনিক সম্পাদক,পিন্টু বিশ্বাস সহ- সাংগঠনিক সম্পাদক,মানিক সরকার অনিক সহ-সাংগঠনিক সম্পাদক,রতন শর্মা সহ-সাংগঠনিক সম্পাদক,প্রসেনজিৎ কুমার সাংগঠনিক সম্পাদক,রাজিব দাশ সহ-সাংগঠনিক সম্পাদক,

উত্তম গাইন সহ-সাংগঠনিক সম্পাদক,বিপিন মণ্ডল প্রচার সম্পাদক,বিপ্লব সেন সহ- প্রচার সম্পাদক,শ্রীধাম ঋষি সহ- প্রচার সম্পাদক,দিপংকর দাশ দ্বীপ সহ- প্রচার সম্পাদক,পলাশ দাশ অর্থ সম্পাদক,বিবেকানন্দ দাশ সহ-অর্থ সম্পাদক,বিপুল দেবনাথ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক,সুবিনয় রায় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিতাই সুন্দর গোপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক,হৃদয় দাশ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক,

তারক দাস সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সঞ্জয় দও আন্তজার্তিক সম্পাদক,নিশিতা সরকার মহিলা বিষয়ক সম্পাদিকা,সৌরভ বিন আদিবাসী সম্পাদক ,শাওন বাবু হাজং আদিবাসী সম্পাদক,বিপ্লব দাশ প্রকাশনা বিষয়ক সম্পাদক,সুবোধ রায় শুভ (পঞ্চগড়) জেলা সমন্বয়ক,সুব্রত সরকার (ফরিদপুর) জেলা সমন্বয়ক,

সম্পদ বাড়ৈয় (গোপালগঞ্জ) জেলা সমন্বয়ক,বিপুল চন্দ্র রায় (কুড়িগ্রাম) জেলা সমন্বয়ক,বিকাশ চন্দ্র শীল (পটুয়াখালী) জেলা সমন্বয়ক,তপু চন্দ্ৰ দে (ভোলা) জেলা সমন্বয়ক,রুবেল কান্তি দে (বান্দরবন) জেলা সমন্বয়ক,প্রিয় গোবিন্দ দাশ (লক্ষীপুর) জেলা সমন্বয়ক, মানিক কুমার (গাইবান্ধা) জেলা সমন্বয়ক,উচ্ছ্বল মন্ডল (মাগুরা) জেলা সমন্বয়ক,প্রদীপ শর্মা (নেত্রকোনা) জেলা সমন্বয়ক,কমল দাশ (জামালপুর) জেলা সমন্বয়ক,রনি প্রামানিক কার্যনির্বাহী সদস্য,

রনি কুমার কার্যনির্বাহী সদস্য,সুজন চন্দ্র দাস কার্যনির্বাহী সদস্য,মন্টু রঞ্জন দাশ কার্যনির্বাহী সদস্য, স্বপন চন্দ্ৰ কার্যনির্বাহী সদস্য,শ্রী অতনু কার্যনির্বাহী সদস্য।

সভাপতি প্রদীপ কান্তি দে বলেন- সকল হিন্দু ধর্মাবলম্বীর গণতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত ও হিন্দুদের কৃষ্টি, ধর্মীয় স্বাধীনতা, হিন্দুত্ব ও ঐতিহ্য রক্ষা করা হচ্ছে এই সংগঠনের মূলনীতি।আমরা সদা প্রস্তুত আছি। সনাতনীদের সাথে নিয়ে সবসময় অন্যায় অত্যাচারে বিরুদ্ধে অধিকার আদায়ে কাজ করছি ভবিষ্যতে করে যেতে চাই আমরা ।

সাধারণ সম্পাদক বলেন- হিন্দু সমাজকে সুসংহত করা এবং হিন্দুধর্ম রক্ষা করা – সেবা করে যেতে চাই আমরা ।সকলকে আহ্ববান জানান হিন্দুযুব মহাজোটে এসে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার।