• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশে শুটিং করা পরিচালক অ্যান্ডারসনের মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০১৮, ১১:৩৪ AM / ৫৯
বাংলাদেশে শুটিং করা পরিচালক অ্যান্ডারসনের মৃত্যু

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : অস্কার বিজয়ী ব্রিটিশ পরিচালক মাইকেল অ্যান্ডারসন মারা গেছেন। ২৫ এপ্রিল হৃদ্যন্ত্রের সমস্যায় কানাডার ভ্যাংকুভারে তাঁর মৃত্যু হয়। এই ব্রিটিশ পরিচালকের বয়স হয়েছিল ৯৮ বছর। তার বিখ্যাত ছবি ‘দ্য ড্যাম বাস্টার্স’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেজ’, ‘লোগান’।

অ্যান্ডারসনের সবচেয়ে সেরা কাজ ধরা হয় ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেজ’। পাঁচটি অস্কার জেতা ছবিটির কিছুটা শুটিং হয়েছিল বাংলাদেশেও। শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গলে ট্রেনের দৃশ্যের শুটিং হয়েছিল। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন ছবি ‘লোগান’স রান’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলে মনে করা হয়।

১৯২০ সালে লন্ডনে জন্ম অ্যান্ডারসনের, মা-বাবা দুজনই থিয়েটার অভিনেতা। ১৯৩০-এর দশকে অ্যান্ডারসন ক্যারিয়ার শুরুও করেন অভিনেতা হিসেবে। পরে চলে আসেন ক্যামেরার পেছনে। ১৯৪৯ সালে ‘প্রাইভেট অ্যাঞ্জেলো’ দিয়ে পরিচালনা শুরু, যদিও সেটা ছিল যৌথভাবে।

পরিচালনা শুরুর প্রথমেই অ্যান্ডারসন নিজের মুনিশয়ানা দেখান ‘দ্য ড্যাম বাস্টার্স’-এ। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ছবিটির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। পরে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা গেল শতাব্দীর সেরা ব্রিটিশ চলচ্চিত্র তালিকার ৬৮ নম্বরে জায়গা পায় ছবিটি।

প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে অ্যান্ডারসন সর্বশেষ ছবি পরিচালনা করেন ১৯৯৯ সালে। জীবনের শেষ সময়টা কানাডাতেই কাটিয়েছেন পরিচালক। সেখানকার ডিরেক্টরস গিল্ড থেকে পেয়েছিলেন আজীবন সম্মাননা।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৩২এএম/৩০/৪/২০১৮ইং)