• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

“বজ্রবৃষ্টির পদাবলি”


প্রকাশের সময় : মে ৩১, ২০১৮, ৫:২৬ PM / ৩৮
“বজ্রবৃষ্টির পদাবলি”

ইখতিয়ার উদ্দীন আজাদ
——————————————–
জলস্রোত বয়ে বয়ে হৃদয়ে,
না-ই বা ফিরলে, কিবা আসে যায় তাতে!
যা ছিল হৃদয়ের শব্দগুচ্ছ পদাবলির খেয়া,
যে পথ থেকে আর ফেরার রাস্তা ছিল না!
তোমার পক্ষের অপরুপ হাসির মতো বিষ্টি,
তামাম জঞ্জাল ধুয়ে দেবে হয়তো…
তুমি এলেই, কিন্তু- দিয়ে গেলে ঘুমহীন রাত্রি।
ধরণীর মাঝে কত উড়ে বেড়ায় নীলাকাশে পাখি,
মেঘের চেয়ে কোন দূরবর্তী শূন্যতার নাম-
এখন তোমার জন্য- বজ্রবৃষ্টির মেঘলুপ্তা!
জলে ভিজে যায়, কি যে আসে যায়-
শুধুই বজ্রবৃষ্টি আজ তোমাকে ছোঁবে…।
——————————
সাংবাদিক- পত্নীতলা, নওগাঁ।