• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

বছরের ১ম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত বাগেরহাটের শিক্ষার্থীরা


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ১২:১৭ AM / ৮৩
বছরের ১ম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত বাগেরহাটের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতেছে শিক্ষার্থীরা। রবিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাগেরহাটে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এর আগে বই বিতরন উপলক্ষে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামামান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ।
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারের প্রতি।
নতুন বই পাওয়া চতুর্থ শ্রেনিতে ছাত্রী আসমাউল হুসনা জানান , নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভাল লাগছে। মনে হচ্ছে ঈদের থেকেও বেশি আনন্দ লাগছে।
বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী অহনা আক্তার বলেন, নতুন বইয়ের গন্ধ পেয়ে খুব ভাল লাগছে। সবাই এক সাথে বই পেয়েছি আমরা। সবাই আনন্দ করছে। সবাইকে এক সাথে বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
অভিভাবক রবিউল ইসলাম বলেন, আমরা যখন পড়াশুনা করেছি তখন বই কিনে পড়তে হত। বছরের প্রথম দিনে নতুন বইয়ের কথাতো চিন্তাই করা যেত না, মার্চ-এপ্রিল মাসের দিকে বই কিনতে হত। কিন্তু বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছে। আমরাও খুশি হয়েছি। মনে হচ্ছে সবার মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে।
শুধু বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ জেলার বেশির ভাগ প্রাথমিক, মাদরাসা, নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
এদিন জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লক্ষ ২৯ হাজার ৭২৯ টি বই বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।