• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা’র উদ্যোগে জন্ডিস রোধক টিকাদান কর্মসূচির ৪র্থ পর্ব পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০১৯, ৬:০৯ PM / ৬৮
ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা’র উদ্যোগে জন্ডিস রোধক টিকাদান কর্মসূচির ৪র্থ পর্ব পালিত

নারায়ণগঞ্জ থেকে ইমরান নূর : ৪র্থবারের মতো নারায়ণগঞ্জের ফতুল্লা শেহারচর এলাকায় দুস্থ-অসহায়দের কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা’র উদ্যোগে মরন ব্যাধি হেপাটাইটিস বি ভাইরাস (জন্ডিস) প্রতিরোধক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হিমালয় ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় সংগঠনের পক্ষ থেকে টিকাদান কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফতুল্লা থানা আওয়ামীগের কার্যকরি সদস্য ও বঙ্গবন্ধু দুস্থ কল্যান সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান স্বপন। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার শিলা, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ বাড়ৈ দেবন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ও সদস্য অলিউল্লাহ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টিকাদান কর্মসূচি পরিচালনা করেন- হিমালয় ফাউন্ডেশনের মার্কেটিং ম্যানেজার মো. রিপন হোসেন, রিপ্রেজেনটিভ মো. আল-আমিন হোসেন, টেকনিশিয়ান মো. নাজির হোসেন ও স্বাস্থ্যকর্মী আফরোজা মীম।

এসময় প্রায় অর্ধশত ব্যক্তিকে মরন ব্যাধি হেপাটাইটিস-বি ভাইরাস (জন্ডিস) প্রতিরোধে টিকা প্রদান করা হয়।

‘ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা’র সভাপতি লুৎফর রহমান স্বপন বলেন-
‘এবার নিয়ে ৪র্থবারের মতো প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বল্পমূল্যে দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। শুধুমাত্র এলাকার সাধারন জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।’

তিনি আরো বলেন- ‘আমরা এই টিকাদান কর্মসূচিকে আগামীতে একইভাবে রেগুলার চালিয়ে যেতে চাই। আশা করছি এতে করে মরণব্যাধী জন্ডিস সম্পর্কে মানুষ সচেতন হবে এবং এই রোগ প্রতিরোধে নিজেরা এগিয়ে আসবে।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:০৮পিএম/২১/১২/২০১৯ইং)