• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

ফেসবুক ব্যবহারেও চার্জ লাগবে!‌


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৭, ৩:৪৫ PM / ৩৪
ফেসবুক ব্যবহারেও চার্জ লাগবে!‌

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আপনার ফেসবুকে কোনো মেসেজ এসেছে? এবার থেকে ফেসবুকে চার্জ লাগবে। এই রকম মেসেজ হয়তো পাঠিয়েছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো একজন। সেখানে লেখা রয়েছে, এবার থেকে ফেসবুকে চার্জ লাগবে। আপনি যদি এই মেসেজটি আপনার পরিচিত দশজনকে পাঠান, তাহলে প্রমাণিত হবে আপনি আসল গ্রাহক। সেক্ষেত্রে আপনাকে আর কোনো চার্জ লাগবে না।

আপনি এই মেসেজ পাওয়ার পরেই নিশ্চয় পরিচিত দশজনকে পাঠিয়ে দিয়েছেন। আপনার পরিচিতরা তাদের পরিচিত দশজনকে পাঠিয়ে দিয়েছেন। শনিবার ও রবিবার এমন অসংখ্য মেসেজ ফরোয়ার্ড হয়েছে। বোঝাই যাচ্ছে, অনেকেই এই প্রচারে বিভ্রান্ত হয়েছেন। ফেসবুকের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ‘‌এমন প্রচারে বিভ্রান্ত হবে না। ফেসবুক ব্যবহার করতে কোনো টাকা লাগে না। কোনো চার্জ বসছেও না। এই জাতীয় বিভ্রান্তিকর মেসেজ এলে ডিলিট করে দিন।’‌ এর আগে আমেরিকায় এরকম মেসেজ ছড়িয়েছিল। এবার এই গুজব ছড়াল ভারতে।
(ঢাকারনিউজ২৪.কম/অারএম/৩:৩৫পিএম/৯০/১/২০১৭ইং)