• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে জিপিএ-৫ পেল ৪২ শিক্ষার্থী


প্রকাশের সময় : জুন ১, ২০১৯, ১১:১০ PM / ৩৩
ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে জিপিএ-৫ পেল ৪২ শিক্ষার্থী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে আরও ৪২ জন। ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯২ জনের।

শনিবার(১ জুন) সকালে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

তিনি জানান, ফল পুনঃনিরীক্ষণের পর মোট ৪৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে পাস করেছে ৮০ জন। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এছাড়া পুনঃনিরীক্ষণের পর ফল পরিবর্তন হলেও পাশ করতে পারেনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ মে একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন। ফল পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৩৫ জনে দাঁড়ালো।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১০পিএম/১/৬/২০১৯ইং)