• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

ফতুল্লায় খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিমুক্তকরণ ঔষধ বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২০, ১০:৩৬ PM / ৫৯
ফতুল্লায় খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিমুক্তকরণ ঔষধ বিতরণ

জাহাঙ্গীর হোসেন : গবাদিপশুর কৃমিমুক্তকরণ কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নস্থ মোল্লাবাড়ি ব্রীজ বাজার এলাকায় খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিমুক্তকরণ ঔষধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতাউর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ হাসপাতালের ভেটেনারী সার্জন ডা. কবিরউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর হোসেন সওদাগর।

সদর উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের ভেটেনারী সার্জন ডা. মো. কামরুজ্জামান (লিটন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার, গোগনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোতালেব ব্যাপারী, ২নং ওয়ার্ড সদস্য হাজী মুক্তার হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেন কাবিল ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য নাজমা বেগম প্রমূখ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৩৬পিএম/৩০.১২.২০২০ইং)