• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

প্রেস সম্মাননা পেলেন কথাশিল্পী শান্তা ফারজানা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০১৯, ৩:১৬ PM / ৮৫
প্রেস সম্মাননা পেলেন কথাশিল্পী শান্তা ফারজানা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রেস সম্মাননা পেয়েছেন বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি কথাশিল্পী শান্তা ফারজানা। চট্টগ্রামে অনলাইন প্রেস ইউনিটি জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনায়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান আজগর আলী মানিক।

উল্লেখ্য, শান্তা ফারজানা শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রিয়মুখ। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে ম্যানেজম্যান্টে অনার্স ও মাস্টার্স শেষে দেশে এসে ২০১৪ সাল থেকে খিলগাঁও, সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাউন্ডবাংলা স্কুল ও কিডস গার্ডেন নামে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে ‘শিক্ষা নিয়ে ব্যবসা নয়/জ্ঞান ছড়িয়ে আনবো বিজয়’ শ্লোগানকে লালনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান, সেভ দ্য রোড-এর মহাসচিব, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান, চিল্ড্রেন এ্যান্ড ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন C2WF-এর প্রধান নির্বাহী, সাউন্ডবাংলা’র মহাপরিচালকের দায়িত্ব পালনসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। দেশের প্রথম শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক-রাজনৈতিক ও আবাসন বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল Banglareport24.com -এর সম্পাদক শান্তা ফারজানার লেখা প্রথম প্রকাশিত হয় ২০০৮ দৈনিক প্রথম আলোতে। প্রকাশিত গ্রন্থের তালিকায় রয়েছে সাইকেল(২০০৮), রঙবেরঙের ভালোবাসা(২০০৯), অথচ তাঁর নামটাই জানা হলো না(২০১০), ভূতের ছবি (২০১১), ভূত তাড়ানোর দল (২০১২), পাইকপাড়ার হাওয়াই মিঠাই (২০১৫) ইত্যাদি। তার ইংলিশে অনূদিত কবি হাসান হাফিজের Rain is the Distant Lover, কথাশিল্পী রুহুল আমিন বাচ্চুর My Corpse, ছড়াকার মানিক চক্রবর্তীর Dream Every Day, পাগলমনখ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার-এর A Blood Day সহ অসংখ্যগ্রন্থ প্রশংসিত হয়েছে। ভ্রমণ করেছেন লন্ডন, ডেনমার্ক, কুয়েত, তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন দেশে। কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন ‘এডুকেশন এ্যাওয়ার্ড’(২০১৪), মাদার তেরেসা সম্মাননা(২০১৫), মহাত্মা গান্ধী স্বর্ণপদক, নাট্যাচার্য সেলিম আলদীন সাহিত্য পুরস্কার(২০১৬)সহ বিভিন্ন সম্মাননা ও পুরস্কার।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:১৭পিএম/১২/৯/২০১৯ইং)