• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১২ অপরাহ্ন

প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে কোকাকোলা’ : অর্থমন্ত্রী


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০১৭, ৭:৫৩ PM / ৩৫
প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে কোকাকোলা’ : অর্থমন্ত্রী

 

ঢাকারনিউজ২৪.কম, ভালুকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আজ চালু হওয়া কোকাকোলা কারখানাটি বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে।’ একইসঙ্গে কোকা-কোলার কারখানা স্থাপন করায় বিদেশি বিনিয়োগকারিদের ধন্যবাদ জানান তিনি।

বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর এলাকায় কোমল পানীয় কোকা-কোলা কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের পণ্য তৈরি ও বোতলজাতকরণ কারখানার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, কোকা-কোলা কোম্পানির প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মারফি, কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের প্রেসিডেন্ট ইরিয়াল ফিন্যান, বটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের এমডি তাপস কুমার মণ্ডল, ডা. এম আমানউল্লাহ এমপি, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ভালুকা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় প্রশাসন ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘কোকাকোলার এই বিনিয়োগের ফলে বাংলাদেশের জনগণের সামনে ভালোভাবে জীবনযাপন ও জীবনযাপনের মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হলো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কোকাকোলাও অংশীদার ও সারথি হতে চায়।’

‘বাংলাদেশের বর্তমান ইতিবাচক পরিবর্তনের ধারায় একটি অপরিহার্য অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত’ জানিয়ে কোকা-কোলা কোম্পানির প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মারফি বলেন, ‘কোকা-কোলা কোম্পানি এই বিনিয়োগকে হালকাভাবে নেয়নি। আমরা নানা কারণেই বাংলাদেশে এই কারখানা স্থাপন ও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের সংস্কার কর্মসূচি গ্রহণের ইতিবাচক মনোভাব এবং উচ্চ দক্ষতাসম্পন্ন জনবলের সহজলভ্যতা।’

কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের প্রেসিডেন্ট ইরিয়াল ফিন্যান বলেন, ‘বাংলাদেশে আমাদের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে এক অসাধারণ মুহুর্ত।’

কারখানাটি প্রতিষ্ঠিত হওয়ায় ৭৪ মিলিয়ন বা ৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণে সম্ভাবনার নতুন প্রান্ত উন্মোচিত হলো। প্রাথমিকভাবে এই কারখানা থেকে দুই ধরণের পণ্য উৎপাদন হবে। পণ্যগুলো হলো- কোকা-কোলা, ফানটা ও স্প্রাইট এবং কিনলে পানি। কারখানাটি প্রতিষ্ঠিত হওয়ায় সরাসরি দেড় শতাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি পরিবহন, উৎপাদন ও প্যাকেজিংসহ নানা প্রক্রিয়ায় এ দেশের সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪৮পিএম/১৮/১/২০১৭ইং)