• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

রঙিন চশমা খুলে দেখুন : প্রধানমন্ত্রীকে রিজভী


প্রকাশের সময় : মে ৩, ২০১৮, ১:৩৩ PM / ১৩৮
রঙিন চশমা খুলে দেখুন : প্রধানমন্ত্রীকে রিজভী

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘প্রধানমন্ত্রী রঙিন চশমা খুলে দেখুন সারাদেশের সড়কের কি বেহাল দশা। কিভাবে আপনার সোনার ছেলেরা সিন্ডিকেটের মাধ্যমে গোটা পরিবহন ব্যবস্থাকে জিম্মি করে গণপরিবহনে নৈরাজ্য সৃষ্টি করছে।’ আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সড়ক দুর্ঘটনা নিয়ে বক্তব্যের প্রতিবাদে এ কথা বলেন এ বিএনপি নেতা। গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যারা সড়ক দুর্ঘটনার শিকার হয় তারাই এর জন্য দায়ী’।

রিজভী বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণকে নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নয়। কেবলমাত্র জবাবদিহিহীন সরকার প্রধানের পক্ষেই এমন কথা বলা সম্ভব। জনগণের ভোটে নির্বাচিত নয় এমন সরকার প্রধানের পক্ষেই এ ধরনের বক্তব্য মানায়।’
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না। বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। আপনি যতই কূটকৌশল করেন না কেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে।’
রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আয়নার দিকে তাকিয়ে কথা বলেন না, এটাই তাঁর সমস্যা। আপনি কোনো রাজনৈতিক প্রক্রিয়া ব্যতিরেকেই সরাসরি আওয়ামী লীগের সভাপতির পদে উড়ে এসে জুড়ে বসেছেন। প্রধানমন্ত্রী আপনি কি ভুলে গেছেন যে, আপনার কেবিনেটের মন্ত্রী বলেছিলেন, রাস্তায় গরু-ছাগল দেখতে পেলেই তাকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে।’
কোটা আন্দোলন ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও প্রতিবাদ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “জাতির তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর কী চমৎকার স্নেহবর্ষণ !!এটা তো ‘একটি মারলে দশটি মারতে হবে’,অথবা ‘লাল ঘোড়া দাবড়িয়ে দিব’, অথবা ‘আজ কোথায় সিরাজ শিকদার’ কথাগুলো স্মরণে চলে আসে। এ জাতির জন্য লজ্জা এই যে, তরুণ ছাত্র-ছাত্রীদের প্রতিও প্রধানমন্ত্রীর জীঘাংসা কত তীব্র হতে পারে।”
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বাকশালের বেওয়ারিশ লাশটাই বয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর মনঃস্তত্ত্বে যেটি নেই, সেটি হলো-সততা, সভ্যতা, অন্যের প্রতি মর্যাদা, যোগ্যতা ও সহানুভূতি।
(ঢাকারনিউজ২৪.কম/এসই/১:৩৩পিএম/০৩/০৫/২০১৮ইং)