• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

প্রতিটি উপজেলায় ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে : শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : জুন ১৭, ২০১৯, ৪:০৬ PM / ৩০
প্রতিটি উপজেলায় ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে : শিক্ষামন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৬ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশ বিষয়ক প্রতিযোগিতা-স্কিলস কম্পিটিশন ২০১৮-এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

ডা. দীপু মনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য প্রতি উপজেলায় তরুণদের জন্য একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের আরও পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান করা। যার মধ্যে প্রতি উপজেলা থেকে ১ হাজার তরুণ তরুণীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও থাকবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:০৭পিএম/১৭/৬/২০১৯ইং)