• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

‘পুলিশের সাথে সমন্বয় করেই খালেদা’র মুক্তি’


প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৮, ১:৫৯ PM / ৫৯
‘পুলিশের সাথে সমন্বয় করেই খালেদা’র মুক্তি’

 

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৬ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ সড়কে তারা এ কর্মসূচী পালন করেন। তবে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মসূচী পালন করার কথা থাকলেও পুলিশি চাপে তা ১০ মিনিটের বেশী স্থায়ী হয়নি। এছাড়া কর্মসূচীটি জেলা ও মহানগর যৌথভাবে করার কথা থাকলেও জেলাকে ফাঁকি দিয়ে নির্ধারিত সময়ের আগেই মহানগর বিএনপি গুটি কয়েক নেতাকর্মী নিয়ে ৫ মিনিটের কর্মসূচী পালনের মধ্য দিয়ে দায়ীত্ব শেষ করেছেন। তবে নিজেদের কর্মসূচী পালন শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল একা জেলা বিএনপির কর্মসূচীতে যোগদান করে বক্তব্য রাখেন।

জেলা বিএনপির অনুষ্ঠিত মানববন্ধনে সহ-সভাপতি অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। এ সময় উল্লেখযোগ্য অন্যান্য নেতৃবৃন্দরে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, রুহুল আমিন সিকদার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, বক্তবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, জেলা যুবদল নেতা আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জু, সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদল নেতা সাজেদুল ইসলাম সেলিম ও ফতুল্লা থানা ছাত্রদল নেতা শাহজাহান প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, আমাদের ‌’মা’ খালেদা জিয়ার নির্দেশ, শান্তিপূর্ন আন্দোলন। মা’র মুক্তি আন্দোলনে যারা বিসৃঙ্খলা করবে তারা বিএনপির কর্মী নয় এবং হতে পারেনা। আর্মি, র্যাব ও পুলিশ পুর্নগঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং তারা আমাদের দেশের সম্পাদ। তাই তাদের সাথে সমন্বয় করেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল বলেন, আর কোন কথা হবেনা এখন আমাদের এক দফা দাবি খালেদা জিয়ার আন্দোলন চলছে চলবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেন, অন্যায়ভাবে রায় দিয়ে আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে যদি মনে করেন দেশে মানুষের কাছ থেকে তাকে আলাদা করবেন, সে আশা কখনই পূর্ন হবেনা। আমাদের নেত্রী দেশের প্রতিটি মানুষের মনে গেথে রয়েছেন। শান্তিপুর্ণ আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে মুক্ত করবে দলের নেতাকর্মীরা।

 
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫০পিএম/৬/৩/২০১৮ইং)